ফেনী
মঙ্গলবার, ২১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ১০:৪৮
, ২৮শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

মানবাধিকার সুরক্ষার দাবিতে সমাবেশ

ফেনীতে সরকার দলীয়দের হামলায় গুরুতর আহত আইএসডিটি নেতাসহ পথচারীরা

ফেনীতে মানবাধিকার সুরক্ষার দাবিতে আয়োজিত প্রতিবাদ সমাবেশে সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে।

বুধবার (৯ আগস্ট) শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ ঘটনা ঘটে।

অতর্কিত হামলায় প্রতিবাদী সংগঠন আইডিয়াল সোশ্যাল ডেভেলপমেন্ট টিম (আইএসডিটি) এর প্রধান পৃষ্ঠপোষক ও মানবাধিকার কর্মী আবদুল্লাহ মুহাম্মদ তারেক গুরুতর আহত হয়েছেন। এসময় আরও কয়েকজন পথচারী আহত হলেও তাদের নাম পরিচয় জানা যায়নি।তবে হামলার ঘটনায় যুবলীগ ছাত্রলীগ নেতাকর্মীরা জড়িত ছিল বলে অভিযোগ উঠে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ওই স্থানে শান্তিপূর্ণভাবে সমাবেশ চলছিল।কিন্তু হঠাৎ করেই ফেনী সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল ও জেলা যুবলীগের সভাপতি দিদারুল কবির রতনের নেতৃত্বে একদল সশস্ত্র হামলাকারী সমাবেশস্থলে প্রবেশ করে। হামলাকারীরা লাঠি, চাপাতি, বাঁশ ও ধারালো অস্ত্র দিয়ে নির্বিচারে অংশগ্রহণকারীদের ওপর চড়াও হয় এবং বেধড়ক মারধর করে।
হামলায় সবচেয়ে গুরুতর আহত হন আবদুল্লাহ মুহাম্মদ তারেক।তাকে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়।অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ফেনী সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

হাসপাতালের জরুরি বিভাগ সূত্র জানিয়েছে, তারেকের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন এবং বেশ কয়েকটি হাড় ভাঙার আশঙ্কা রয়েছে।

ভুক্তভোগী তারেক জানান, এ ঘটনার পর ফেনী মডেল থানায় মামলা দায়ের করতে গেলে পুলিশ মামলা রেকর্ড করতে অস্বীকৃতি জানায়।ফলে বলে আদালতে জড়িতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

এদিকে এই ন্যাক্কারজনক হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে বিএনপিসহ বিভিন্ন মানবাধিকার ভিত্তিক সংগঠনের নেতৃবৃন্দ।তারা জানান, শান্তিপূর্ণ প্রতিবাদ সভায় এমন বর্বর হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায়না। এ ধরনের ঘটনা মানবাধিকারের আন্দোলনকে দমাতে পারবে না।

ফেনী মডেল থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) শহীদুল ইসলাম জানান,হামলার ঘটনাটি শুনেছি তবে কারা হামলা চালিয়েছে সে বিষয়ে পুলিশ তদন্ত করে দেখবে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!