ফেনী
মঙ্গলবার, ২১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ৪:৩৬
, ২৮শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

গাঁজা নিয়ে গ্রেফতার ফেনী কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়কসহ ৪ জনের কারাদণ্ড

ফেনীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গাঁজা নিয়ে গ্রেফতার ফেনী সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক জাহেদুল আবেদিন সাগরসহ (২৬) চারজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার বিকেলে শহরতলীর লালপোল বেদেপল্লী সংলগ্ন মাদরাসা রোড এলাকায় ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান চলে।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিল হোসেন তমাল ও ফারাজ হাবিব খান এ আদালত পরিচালনা করেন। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফেনী জেলা কার্যালয়ের পরিদর্শক রাজু আহাম্মেদ চৌধুরীসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্ত অন্যরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার নবী নগর উপজেলার মারই কমনহাতা গ্রামের বাসিন্দা আব্দুল মান্নান (৩৫), ফরিদপুরের নগরকান্দা উপজেলার পাঁচখাইচাইল গ্রামের বাসিন্দা মো. সবুজ মিয়া (৩২) ও বরিশালের আমতলী উপজেলার বহিলাতলী গ্রামের বাসিন্দা বশির হাওলাদার (৩০)।

সূত্র জানায়, আটক প্রত্যেককে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। তাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী শাস্তি দেওয়া হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফেনী জেলা কার্যালয়ের পরিদর্শক রাজু আহাম্মেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। মাদকদ্রব্য নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!