ফেনী
বৃহস্পতিবার, ২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:১১
, ৯ই শাবান, ১৪৪৭ হিজরি

ফেনী রেড ক্রিসেন্ট কার্যালয়ে অগ্নিকান্ড,১৫ লাখ টাকা ক্ষতি দাবী

 

শহর প্রতিনিধি-ফেনী রেড ক্রিসেন্ট কার্যালয়ে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বুধবার বিকাল সাড়ে চারটার দিকে শহরের রাজা ঝি’র দিঘীর দক্ষিণ পূর্বকোণে আগুনের লেলিহান শিখা দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘন্টা খানেক চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনে।আগুনে ফেনী রেড ক্রিসেন্ট, জেলা রোভার স্কাউট কার্যালয়সহ বেশ কয়েকটি ক্ষুদ্র ব্যবসায়ীর গোড়াউনে আগুন ধরে গুরুত্বপূর্ণ মালামাল ও কাগজপত্র পুড়ে যায়।
ফেনী জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক সাইফুর রহমান সাইফু জানান, মসজিদ সংলগ্ন একটি গোডাউনে আগুনের সূত্রপাত হয়।তখন  ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রন করে চলে যায়। এর কিছুক্ষণ পরে রেড ক্রিসেন্ট কার্যালয়ে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে রেডক্রিসেন্ট সোসাইটির অন্তত ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবী করেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!