ফেনী
শনিবার, ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ৪:৪০
, ১৪ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

ফেনীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দেড় লক্ষ টাকা জরিমানা


শহর প্রতিনিধি-ফেনীতে  ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দেড় লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।বৃহস্পতিবার শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব জরিমানা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা

 

সুত্র জানায়,তাকিয়া রোডের আড়ত গুলোতে চাল, চিনি, আটা, ময়দার ৫০ কেজি বস্তার প্রতিটিতেই গড়ে ৩০০-৫০০ গ্রাম পরিমাণে কম দিয়ে বিক্রি করা হচ্ছে। বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এসব তথ্য বেরিয়ে আসে।

অভিযানে জনি রাইচ এজেন্সী ৫০ কেজি হাই এগ্রো কোম্পানির চালের বস্তায় ৫০০ গ্রাম কম চাল কম পাওয়া যায়। এছাড়া আটা,ময়দা ও চিনির ৫০ কেজি বস্তায় গড়ে ২০০-৩০০ গ্রাম কম পাওয়া যায়।ফলে প্রতিষ্ঠানের মালিক নরেশ চন্দ্র দাসকে ৫০ হাজার টাকা  ও মেসার্স চৌধুরী ট্রেডার্সের ফ্রেশ চিনির ৫০ গ্রাম বস্তায় ৪৫০ গ্রাম, সৌদিয়া ময়দার ৫০ কেজির বস্তায় ৩৫০গ্রামসহ প্রায় সব আইটেমেই ১০০ গ্রাম- ৩৫০ গ্রাম কম করে অভিযানে বেরিয়ে আসায়  প্রতিষ্ঠানের ম্যানেজার হারাধন সাহাকে ৫০ হাজার  টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়।

এছাড়া ফুটপাথ দখল ও ফ্রিজে কাচা – সেদ্ধ খাবার রাখায় ট্রাংক রোডের রসমেলার শাহাদাত হোসেনকে ৩০,০০০ টাকা, ফুটপাথ দখল করে রাখার জন্য ট্রাংক রোডের ফল বিক্রেতা একরাম ও মাইনুদ্দিনকে  ২০০০ টাকা করে মোট ৪,০০০ টাকা,আর কে ট্রেডার্সের রিজভীকে ৫০০০ টাকা, সেরাজ স্টোরের আলাউদ্দিনকে ৫০০০ টাকা ও মূল্য তালিকা প্রদর্শন না করার দায়ে ফেনীর ভেতরের বাজারের সবজি বিক্রেতা শেখ আহম্মেদ, আব্দুল হাই ও নুরন্নবীকে ২০০০ টাকা করে মোট ৬০০০ টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়।

 

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!