ফেনী
রবিবার, ২৬শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:২৬
, ৩রা জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম:

ফেনীর বিএনপি নেতা সৈয়দ মিজানের ইন্তেকাল

 

 

স্টাফ রিপোর্টার-ফেনী সদর উপজেলা বিএনপির সভাপতি  এডভোকেট সৈয়দ মিজানুর রহমান ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাহির রাজুউন)।মঙ্গলবার দুপুরে ঢাকা ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বুধবার সকাল সাড়ে ৯ টায় ফেনীর আদালত চত্বরে ও ১১ টায় নিজ বাড়ির দরজায় সামনে জানাযার নামাজ অনুষ্ঠিত হবে।

সূত্র জানায়,রবিবার সকালে শহরের রামপুরস্থ সৈয়দ বাড়িতে  গুরুতর অসুস্থ হয়ে পড়েন বিএনপি নেতা  সৈয়দ মিজানুর রহমান।পরে তাকে ফেনী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি করা হয়।

পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত ডাক্তার জানায় তার হার্ট স্ট্রোক ধরা পড়েছে। উন্নত চিকিৎসার জন্য ওই দিন সন্ধ্যায় ঢাকা ইউনাইটেড হাসপাতালে  স্থানান্তর করা হয়।

সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় মঙ্গলবার দুপুরে তিনি মারা যান।তার মৃত্যুতে দলীয় নেতাকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!