ফেনী
শুক্রবার, ৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:৪৮
, ১০ই শাবান, ১৪৪৭ হিজরি

ফেনীতে সড়ক দুর্ঘটনায় চালকসহ দুইজন নিহত

 

সদর প্রতিনিধি-ফেনীতে সড়ক দুর্ঘটনায় পিকআপ চালক ইকবাল হোসেন পাটোয়ারী ও  মিল শ্রমিক শামিম হোসেন নিহত হয়েছে। শুক্রবার ভোরে চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ছনুয়া নামক স্থানে পিকআপ ও কাভার্ডভ্যানের সংঘর্ষে এ ঘটনা ঘটে। নিহতদের লাশ উদ্ধার করে ফেনী আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে পুলিশ।

মুহুরীগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহবুব আলম জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছনুয়া  মোহাম্মদিয়া ময়দার মিলের সামনে তাদের  নিজস্ব একটি পিকআপ বিকল হয়ে যায়।ফলে সেখানে  মেরামত করা অবস্থায় পেছন থেকে চট্টগ্রাম অভিমুখী একটি কাভার্ড ভ্যান এসে পিকআপকে  ধাক্কা দিলে ঘটনাস্থলেই চালকসহ দুইজন নিহত হয়। তারা মোহাম্মদিয়া মিলের কর্মরত শ্রমিক বলে জানা গেছে।এতে আলী ফরাজী নামের অপর এক শ্রমিক গুরুতর আহত হলে তাকে  চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!