সদর প্রতিনিধি- ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের মোহাম্মদ আলী বালিকা উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রীকে বিয়ের প্রলোভনে ধর্ষণ করা হয়েছে। এ ঘটনায় মঙ্গলবার কয়েকজনকে আসামী করে ফেনী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
সূত্র জানায়, শর্শদী ইউনিয়নের ঘাগরা গ্রামের বাড়ির নির্মাণ কাজের সুবাদে প্রতিবেশী ফকির বাড়ীর ছালেহ আহম্মদের ঘরে অবস্থান করেন নির্যাতিতার পরিবার। এ সুবাদে ৮ম শ্রেনী পড়ুয়া এক ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে পাশবিক নির্যাতন চালায় ছালেহ আহম্মদের ছেলে মাঈন উদ্দিন (২৪)। একপর্যায়ে বিয়েতে অস্বীকৃতি জানালে মাঈন উদ্দিনকে প্রধান আসামী করে ৪ জনের নাম উল্লেখ করে আরো ১-২ জনকে অজ্ঞাত আসামী করে থানায় মামলা দায়ের করা হয়।
ফেনী মডেল থানার ওসি মো: রাশেদ খান চৌধুরী ধর্ষণ মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে বলেন,নির্যাতিতা ওই স্কুল ছাত্রীটির মেডিকেল পরীক্ষা সম্পন্ন হয়েছে।



