সদর প্রতিনিধি : ফেনী সদর উপজেলার লেমুয়া ইউনিয়নের কসকা বাজারে যুবলীগ নেতা ফরিদ মেম্বার ও তার সহযোগিদের হামলায় নিহত ছাত্রদল নেতা সফিউল্লাহর দাফন শেষ হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৩টায় কসকা জামে মসজিদের সামনে নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন মিষ্টার, আইন বিষয়ক সম্পাদক ও ইউনিয়ন সভাপতি এডভোকেট ইউসুফ আলমগীর, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন পাটোয়ারি, মরহুমের ছেলে ইউনিয়ন ছাত্রদল সাধারণ সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। পরে ছনুয়া ইউনিয়নের পশ্চিম ছনুয়া গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।



