শহর প্রতিনিধি : ফেনী শহরের ফলেশ্বর এলাকায় শনিবার বিকালে তালেব নামের পুলিশের তালিকাভুক্ত এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।
সূত্র জানায়, পুলিশের তালিকাভুক্ত চিহ্নিত সন্ত্রাসী তালেব আলী ভূঞাকে গোপন সংবাদের ভিত্তিতে ফলেশ্বর এলাকা থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে থানায় ছিনতাই, ডাকাতি ও হত্যাসহ একাধিক মামলা রয়েছে।



