সদর প্রতিনিধি: ফেনী সদর উপজেলার লেমুয়ায় রমজানের পবিত্রতা রক্ষায় ব্যবসায়ী সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে লেমুয়া বাজারে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন ফেনী মডেল থানার ওসি (তদন্ত) শহীদুল ইসলাম।
বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ইব্রাহীম আখন্দ’র সভাপতিত্বে সভার উদ্বোধন করেন লেমুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোশারফ উদ্দিন নাসিম।বিশেষ অতিথি ছিলেন ফেনী রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক জহিরুল হক মিলন,বোগদাদিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মেজবাহ উদ্দিন,সদর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নুরুল আমিন বাটলার।

ডা. বিকাশের সঞ্চালনায় সমিতির আয়-ব্যয়ের হিসাব দেন সমিতির সাধারণ সম্পাদক মো: সাইফুদ্দিন। এতে বক্তব্য রাখেন সমিতির সদস্য মো: নাসির উদ্দিন। সভাশেষে বাজার পরিস্কার পরিচ্ছন্নতার জন্য ডাস্টবিন বিতরণ করেন অতিথিবৃন্দ।
এ সময় লেমুয়া বাজার উন্নয়নের জন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ১৫ হাজার টাকার চেক হস্তান্তর করেন ব্যবসায়ী নেতৃবৃন্দের কাছে।



