নুর হোসেন নসীব: ফেনীতে জেলা প্রশাসন আয়োজিত দুইদিন ব্যাপী সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার বিকালে জেলা শিল্পকলা একাডেমীতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ নাসির উদ্দিন আহমেদ।
জেলা প্রশাসক মনোজ কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রহমান বিকম, পৌর মেয়র হাজী আলাউদ্দিন ও অভিনেত্রী রোকেয়া প্রাচী।পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।
এসময় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেবময় দেওয়ান, অতিরিক্ত জেলা প্রশাসক সুজন চৌধুরী, জেলা কালচারাল অফিসার জান্নাত আরা যুথিসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।