শহর প্রতিনিধি: “গাছ লাগাই, পরিবেশ বাচাই ও সবুজায়নে বাংলাদেশ” এ শ্লোগানকে সামনে রেখে সদর উপজেলার বালিগাঁও ইয়ুথ সোসাইটির উদ্যোগে সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে।শুক্রবার বিকালে ফেনী রিপোর্টার্স ইউনিটি প্রাঙ্গণে গাছের চারা বিতরণ করা হয়।
সোসাইটির সভাপতি মু. শহীদুল ইসলাম পাটোয়ারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন ভূঁইয়ার পরিচালনায় এতে অতিথি ছিলেন সাপ্তাহিক স্বদেশ পত্রের সম্পাদক ও ফেনী প্রেস ক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক এন এন জীবন, ফেনী রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ও চ্যানেল ৯ ও দৈনিক আলোকিত বাংলাদেশের ফেনী প্রতিনিধি জহিরুল হক মিলন, জেলা যুবলীগের দপ্তর সম্পাদক নিজাম উদ্দিন পাটোয়ারী।
এসময় বালিগাঁও ইয়ুথ সোসাইটির সাবেক সভাপতি আবদুর রহিম সাইফুল, সহ সভাপতি রহিম উল্যাহ বাবলু, সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম রুবেল, সমাজ সেবা ও পরিকল্পনা সম্পাদক আবদুল মজিদ সোহাগ, প্রকাশনা সম্পাদক কাজী শেখ ফরিদ, আন্তর্জাতিক সম্পাদক শাহ জামাল, টিম লিডার ক্যাডেট নজরুল ইসলামসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ তাদের স্বাগত বক্তব্যে বালিগাঁও ইয়ুথ সোসাইটির ধারাবাহিক সামাজিক কার্যাবলীর ভূয়শী প্রসংসা করেন। পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষে গাছের চারা বিতরণ ও রৌপনের উপর গুরূত্ব আরোপ করেন এবং সোসাইটির সকল সদস্যকে এ কাজে এগিয়ে আসার ও অন্যকে উৎসাহিত করার এবং গাছের চারা বিতরণ প্রোগ্রামের জন্য ইয়ুথ সোসাইটি পরিবারের সকল সদস্যকে ধন্যবাদ জানিয়ে তাদের এ ধারাবহিকতা অব্যাহত রাখার আহবান জানান তারা।
সোসাইটির যুগ্ন সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন চেয়ারম্যান এবং ক্রীড়া ও শৃংখলা সম্পাদক নুর হোসেন নসিব ও টিম লিডার ক্যাডেট হোসাইন আরমান উক্ত প্রোগ্রামের কো-চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।