সদর প্রতিনিধি:ফেনী সদর উপজেলার ফরহাদনগরে এক স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে নুরুল আলম(২২) নামে এক বখাটেকে আটক করেছে পুলিশ।মঙ্গলবার রাতে ইউনিয়নের নৈরাজপুর গ্রাম থেকে তাকে আটক করেছে বোগদাদিয়া তদন্ত কেন্দ্র পুলিশের এসআই মাইন উদ্দিন ভুঁইয়ার নেতৃত্বে একটি দল।
সে সুলতানপুর গ্রামের লূৎফুর রহমানের ছেলে।
এলাকাবাসী ও পুলিশ সুত্র জানায়,নৈরাজপুর গ্রামের বলী বাড়ির আলাউদ্দিনের ছেলে ফাহিমের সাথে চলাফেরা করতে গিয়ে স্কুলে আসা যাওয়ার সময় ছাত্রীটিকে প্রেমের প্রস্তাব দেয় নুরুল আলম।এতে সাড়া না দেয়ায় তাকে প্রায় উত্ত্যক্ত করতো।এমনকি এ ঘটনা প্রকাশ করে দিলে এ স্কুল ছাত্রীকে মেরে ফেলার হুমকি দেয় বখাটে আলম ও ফাহিম।