শহর প্রতিনিধি:ফেনী পৌরসভার সামনে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নিজদলীয় নেতাকর্মীদের ছুরিকাঘাতে কলেজ ছাত্রলীগ কর্মী ফয়সাল ইসলাম ইফতি খুনের ঘটনায় দায়ের করা মামলা হয়েছে। নিহতের মা সাজেদা আক্তার বাদী হয়ে মামলাটি দায়ের করেন।মামলায় মীর হোসেন রায়হান, জাহিদ, হৃদয়, ইমরান, রবিন, আলভী, ফাহাদকে আসামী করা হয়েছে।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আটককৃত অর্ণভকে পুলিশ গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করে।
এর আগে সোমবার বিকালে পৌরসভার সামনে সমবায় বাজার দোকানে তুচ্ছ ঘটনায় কথাকাটাকাটির একপর্যায়ে ইফতিকে ছুরিকাঘাত করা হয়। তিনদিন চিকিৎসাধীন থাকার পর বুধবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।