ফেনী
শুক্রবার, ২৪শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ২:১২
, ১লা জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম:

রোটার‌্যাক্ট ক্লাব অব ফেনী সিটির ক্লাব এসেম্বলী অনুষ্ঠিত

শহর প্রতিনিধি: আন্তর্জাতিক সেবা সংগঠন রোটারী ক্লাব অব ফেনী সিটির যুব সংগঠন রোটার‌্যাক্ট ক্লাব অব ফেনী সিটির ক্লাব প্রশিক্ষণ শুক্রবার শহরস্থ একটি চাইনিজ রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। রোটার‌্যাক্ট ক্লাব অব ফেনী সিটির চার্টার প্রেসিডেন্ট রোটার্যাক্টর শহীদুল ইসলাম পাটেয়ারীর সভাপতিত্বে আয়োজিত প্রোগ্রামে প্রশিক্ষক হিসেবে ছিলেন রোটারী আন্তর্জাতিক জেলা ৩২৮২, বাংলাদেশ (পদ্মা জোন) এর এ্যাসিস্ট্যান্ট গভর্নর এক্স রোটার‌্যাক্টর রোটারিয়ান একেএম সাইফুল ইসলাম মজুমদার সোহেল, রোটার‌্যাক্ট ডিস্ট্রিক্ট অর্গানাইজেশন ৩২৮২ এর সাবেক ডিস্ট্রিক্ট সেক্রেটারী এক্স রোটার‌্যাক্টর ইব্রাহিম হাসান, সাবেক এডিআরআর শরীফুল ইসলাম অপু, ডিস্ট্রিক কো-অর্ডিনেটর আরাফাত উল মিল্লাত দিপুল।
এসময় রোটারী ক্লাব অব ফেনী সিটির সেক্রেটারী রোটারিয়ান মোহাম্মদ আবু নাসির,ডিআর আর স্পেশাল রিপ্রেজেন্টেটিভ রো. সিপি সাইফুদ্দিন রাশেদ, জোনাল প্রতিনিধি এস আলম ভূঁইয়া অপু, রিজিওনাল সেক্রেটারী নাজমুদ্দিন জিকু, রোটার্যাক্ট ক্লাব অব ফেনী সেন্ট্রালের প্রেসিডেন্ট মু. আবদুস সালাম, রোটার‌্যাক্ট ক্লাব অব ফেনী অপরূপার প্রেসিডেন্ট জামাল উদ্দিন সাবিদ, রোটার‌্যাক্ট ক্লাব অব ফেনী সিটির চার্টার সেক্রেটারী মাঈন উদ্দিন পাটোয়ারীসহ ফেনী সিটি ক্লাবের অন্যান্য রোটার‌্যাক্ট বৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ রোটার‌্যাক্টরদের বিভিন্ন দায়িত্ব ও কর্তব্য নিয়ে আলোচনা করেন এবং এরকম একটি সুন্দর আয়োজনের জন্য ফেনী সিটি পরিবারের ভূয়শী প্রশংসা করেন।এছাড়া সুন্দর ভাবে ক্লাব পরিচালনার পাশাপাশি বিভিন্ন সমাজ সচেতনতামূলক প্রোগ্রাম বাস্তবায়নের মাধ্যমে দেশ সেবার উন্নয়নে কাজ করার আহবান জানান।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!