ফেনী
বৃহস্পতিবার, ২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ৮:০৪
, ৩০শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
শিরোনাম:

ফাজিলপুরে কার চাপায় মা-মেয়ে নিহত

সদর প্রতিনিধি: ফেনীর সদর উপজেলায় প্রাইভেট কারের চাপায় মা ও মেয়ে নিহত হয়েছেন।বুধবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফাজিলপুরের আলী নগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত দুজন হলেন রাহেলা আক্তার (৪৮) ও তাঁর মেয়ে মমতাজ বেগম (২৫)। তাঁদের বাড়ি দুর্ঘটনাস্থল ফাজিলপুর ইউনিয়নের শিবপুর গ্রামে। পুলিশ সংশ্লিষ্ট গাড়িটি জব্দ করতে সক্ষম হলেও এর চালক পলাতক।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ঘটনার সময় ওই দুই নারী রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতির ওই প্রাইভেটকার তাঁদের চাপা দেয়। এতে রাহেলা আক্তার দুর্ঘটনাস্থলে মারা যান। পরে বিকেলে ফেনী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মমতাজ।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুহুরীগঞ্জ হাইওয়ে ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (এসআই) মো. মাহবুবুল আলম এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ওই দুই নারীর লাশ ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!