শহর প্রতিনিধি: ফেনী পৌরসভার ১০ নং ওয়ার্ডে স্মার্ট কার্ড বিতরণ শুরু হয়েছে।বৃহস্পতিবার সকালে ফেনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: ওয়াহিদুজজামান।
এসময় সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রহমান বিকম,সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা আফরোজা আক্তার রিক্তা,স্থানীয় কাউন্সিলর মাহতাব উদ্দিন মুন্না,ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আবুল কাশেম,সাধারণ সম্পাদক আশ্রাফ উদ্দিন,জেলা ছাত্রলীগের সহসভাপতি এম তারিকুল ইসলাম,যুবলীগের সভাপতি ইসমাইল শরীফ,সাধারণ সম্পাদক ফয়েজ মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত: বৃহস্পতিবার পুরুষ ও শনিবার মহিলা ভোটারের স্মার্ট কার্ড বিতরণ করা হবে।