ফেনী
বৃহস্পতিবার, ২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ৮:০৪
, ৩০শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
শিরোনাম:

ফেনীকে ক্লিন শহর গড়তে ব্যবসায়ীদের সহযোগীতা চাইলেন মেয়র

শহর প্রতিনিধি: ফেনী শহরকে ক্লিন ও পরিচ্ছন্ন শহর গড়তে ব্যবসায়ীদের সহযোগীতা চাইলেন ফেনী পৌরসভার মেয়র হাজী আলাউদ্দিন। সোমবার দুপুরে ফেনী পৌরসভার সম্মেলন কক্ষে শহর ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় তিনি এই আহবান জানান।

মেয়র হাজী আলাউদ্দিন বলেন, প্রতিদিন ৬০ ট্রাক ময়লা আবর্জনা ফেনী শহর থেকে দেওয়ানগঞ্জ ভাগাড়ে ফেলা হয়। যানজট, ফুটপাত দখলমুক্ত করতে প্রতিনিয়ত অভিযান চালানো হলেও অবৈধ দোকানীরা কর্নপাত করছে না। তিনি এজন্য ফেনী শহর ব্যবসায়ী সমিতির নের্তৃবৃন্দের সহযোগীতা কামনা করে বলেন, আমাদের জনবল সংকট রয়েছে, তারপরও প্রতিনিয়ত শহরে ময়লা আবর্জনা বাড়ছে। ব্যবসায়ীরা সচেতনতার অভাবে দোকানের ময়লা-আবর্জনাগুলো নিদিষ্ট স্থানে না ফেলে রাস্তায় ফেলে দুগন্ধ ছড়াচ্ছে ও পরিবেশের ক্ষতি করছে। এজন্য শহরের কালী বাড়ি মন্দির, খাজা আহাম্মদ সড়কের মাথা, জগন্নাথ বাড়ি মন্দিরের সামনে ময়লা পরিস্কারের তিনটি নতুন ট্রাক্টর সার্বক্ষণিক রাখা হয়েছে।

সভায় বক্তব্য রাখেন শহর ব্যবসায়ী সমিতির সভাপতি মোশাররফ হোসেন ভূঞা, সাধারণ সম্পাদক পারভেজুল ইসলাম হাজারী, পৌরসভার প্যানেল মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, মেডিকেল অফিসার ডা. কৃষ্ণপদ সাহা, কাউন্সিলর মাহতাব উদ্দিন মুন্না ও লুৎফুর রহমান খোকন হাজারী, শহর ব্যবসায়ী সমিতির যুগ্ম-সম্পাদক কাজী আরিফ রুবেল, কোষাধ্যক্ষ সাইফুদ্দিন আহমেদ জিতু প্রমুখ। সভায় ফেনী পৌরসভার নির্বাহী প্রকৌশলী আজিজুল হক, কাউন্সিলর বাহার উদ্দিন বাহারসহ শহরের বিভিন্ন রোড কমিটির ব্যবসায়ী নেতৃবৃন্দ অংশ নেন।

হাজী আলাউদ্দিন আরো বলেন, জলাবদ্ধতা ও ময়লা আবর্জনার কারণে প্রতিবছর ৪০ থেকে ৫০ লাখ টাকা ব্যয়ে ড্রেন পরিস্কার করা হয়। কিন্তু গত বছর ১১৯ কোটি টাকা ব্যয়ে গুরুত্বপূর্ন কয়েকটি ড্রেন নির্মাণ কাজ চলছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে পৌর এলাকার সকল সড়ক সংস্কার করা হবে। ব্যবসায়ীদের দাবী শহরে টমটম, সিএনজি, ইমা গাড়ি চালানোর বিষয়ে ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, জেলা প্রশাসক, পুলিশ প্রশাসন ও ব্যবসায়ীদের সাথে আলোচনা করে সমাধানের পথ বের করা হবে। ফুটপাত দখলমুক্ত, যানজট মুক্ত পরিচ্ছন্ন শহর গড়তে সকলের সহযোগীতা কামনা করেন।

শহর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পারভেজুল ইসলাম হাজারী বলেন, গত কয়েক দিনে মহাসড়ক সহ আশপাশের এলাকায় সিএনজি অটোরিক্সা, ইমাসহ ছোট গাড়ি বন্ধ হয়ে যাওয়ায় শহরে ব্যবসায়ে নেতিবাচক প্রভাব পড়ছে। ভেতরের বাজার ক্রেতা শুন্য হয়ে পড়েছে। এতে অনেক ব্যবসায়ী ক্রেতার আশায় বসে আছেন। ক্ষতির সমুক্ষিন হচ্ছেন পাইকারী ও খুচরা ব্যবসায়ীরা। তিনি এব্যাপারে প্রশাসনের সহযোগীতা কামনা করেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!