ফেনী
বৃহস্পতিবার, ২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ৮:০৪
, ৩০শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
শিরোনাম:

মাথিয়ারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে টিফিনবক্স বিতরণ

সদর প্রতিনিধি:শনিবার বিকালে ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া মাথিয়ারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও টিফিনবক্স বিতরণ করা হয়েছে। সুত্র জানায়, স্থানীয় ইউনিয়ন পরিষদের আয়োজনে বিদ্যালয়ের শিক্ষার্থীদের লেখাপড়ার মান বৃদ্ধি ও ঝরে পড়া রোধ কল্পে আয়োজিত অভিভাবক সমাবেশে প্রধান ছিলেন অতিথি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন মানিক।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা সুব্রত কুমার হাজারী, দৈনিক অজেয় বাংলার নির্বাহী সম্পাদক শাহ জালাল ভূঁঞা। বিদ্যালয় পরিচালনা পর্যদের সভাপতি মনোয়ারুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও সদস্য ফয়েজ আহম্মদে সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদুর রহমান ভূঁঞা, অভিভাবক শামীম মজুমাদার, হোসনে আরা বেগম, আলম মৃধা। শেষে উপজেলা পরিষদের অর্থায়নে বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে টিফিনবক্স ও স্থানীয় ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে শিক্ষার্থীদেরকে ফুটবলসহ ক্রীড়া সামগ্রী দেওয়া হয়।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!