শহর প্রতিনিধিঃ শনিবার সকালে ফেনী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে রেড ক্রিসেন্ট ইউনিটের মৌলিক ও প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান আজিজ আহম্মদ চৌধুরী।
ফেনী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত নাথের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা নুরুল আবছার ভূঞা, ফেনী রেড ক্রিসেন্ট ইউনিটের সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর সাইফুর রহমান সাইফু,ইউনিটের সহকারী পরিচালক আলাউদ্দিন পাটোয়ারী।স্বাগত বক্তব্য রাখেন রেড ক্রিসেন্ট ফেনী ইউনিটের যুব প্রধান হাসান রাব্বী।এ সময় রেড ক্রিসেন্ট ইউনিটের সদস্য, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।