শহর প্রতিনিধিঃ ফেনীতে আনুষ্ঠানিক ভাবে নির্বাচনী প্রচারনা শুরু করেছে ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী।রবিবার বিকালে শহরের ট্রাংক রোডের প্রেসক্লাব চত্বর থেকে এ প্রচারনা শুরু করা হয়।এসময় ব্যবসায়ী-পথচারীদের হাতে বর্তমান সরকারের উন্নয়ন মূলক কর্মকান্ডের প্রচারপত্র বিতরণ করেন এমপি ও দলীয় নেতাকর্মীরা। পরে শহরের বড় বাজারের বিভিন্ন সড়কে ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষের মাঝে লিপলেট বিতরণ করে বর্তমান সরকারের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে নৌকায় ভোট চান তিনি।
গণসংযোগকালে সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী জাহান আরা বেগম সুরমা, জেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রহমান বিকম, ফেনী পৌরসভার মেয়র হাজী আলাউদ্দিন,জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট আকরামুজ্জমান, হাফেজ আহম্মদ, পৌর সভাপতি আইনুল কবীর শামীম, সাধারণ সম্পাদক আবদুল করিম, ছাগলনাইয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, ফেনী পৌরসভার প্যানেল মেয়র ও জেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম স্বপন মিয়াজী, সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল, জেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন ফিরোজ,শহর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পারভেজুল ইসলাম হাজারীসহ জনপ্রতিনিধি ও দলীয় নেতাকর্মী্রা উপস্থিত ছিলেন।