শহর প্রতিনিধি: বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল (বামাকা) ফেনী জেলা ইউনিটের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার সকালে শহরের গোলশান মার্কেটস্থ সংগঠনটির কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়।
বামাকা ফেনী জেলা ইউনিটের সিনিয়র সহ-সভাপতি ও ফেনী জজকোর্টের পিপি এডভোকেট হাফেজ আহাম্মদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান আরিফের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সংগঠনটির সাংগঠনিক সম্পাদক অজিৎ বরণ দাস, সহ-সাংঠনিক সম্পাদক ওসমান গণি মিরণ, যুগ্ম সাধারণ সম্পাদক একেএম ফজলুল করিম জালাল, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল ইসলাম মিন্টু, অর্থ সম্পাদক ইঞ্জিনিয়ার ইউসুফ, সদর উপজেলা কমিটির সভাপতি আবদুল গোফরান বাচচু, যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, ফুলগাজী উপজেলা সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান অনিল বণিক, সোনাগাজী উপজেলা সেক্রেটারী গোলাম মাওলা, বামাকা ফেনী জেলা ছাত্র ইউনিটের সভাপতি সাংবাদিক মাঈন উদ্দিন পাটোয়ারী।
সভায় নেতৃবৃন্দ বক্তব্য প্রদানকালে বামাকা ফেনী জেলা ইউনিটের সভাপতি নিজাম উদ্দিন হাজারী এমপিকে ফেনী-২ আসনে পুনরায় দলীয় মনোনয়ন প্রদান করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান ও দলমত নির্বিশেষে নিজাম হাজারী এমপিকে বিজয়ী করার লক্ষে কাজ করে যাবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
এছাড়া ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস পালনের লক্ষে একটি আহবায়ক কমিটি গঠন করা হয়। পরে সংগঠনটির সাবেক সভাপতি কোব্বাত আহাম্মদ চেয়ারম্যানের আত্মার মাগফিরাত কামনাসহ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজাম হাজারী এমপিকে বিজয়ী করতে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বামাকার ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা আবুল কালাম আজাদ।