ফেনী
বৃহস্পতিবার, ২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, বিকাল ৩:২৭
, ৩০শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
শিরোনাম:

আমাকে জানে মেরে ফেললেও নির্বাচন থেকে সরে যাবো না-ভিপি জয়নাল

শহর প্রতিনিধি: ফেনী -২ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক জয়নাল আবেদিন ভিপি অভিযোগ করেছেন মনোনয়ন পত্র জমা দেয়ার পর থেকে সরকার দলীয় লোকজন তাকে বাড়ীতে অবরুদ্ধ করে রেখেছে। নির্বাচন থেকে সরে দাঁড়াতে অজ্ঞাত নাম্বার থেকে অব্যাহতভাবে তাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে সরকার দলীয় লোকজন।

শহরের বিরিঞ্চির আবুল কালামের নেতৃত্বে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের তিন শতাধিক নেতাকর্মী তার বাড়ীর সীমানা প্রচীরে বোমা ও বাড়ি লক্ষ্য করে গুলি বর্ষণ করেছে।তার বাড়ির চারপাশে সন্ত্রাসিরা পাহারা বসিয়ে আগত নেতাকর্মীদের শারীরিক নির্যাতন চালিয়ে পুলিশের হাতে তুলে দেয়া হচ্ছে। বিএনপির কোন নেতাকর্মীকে ঢুকতে দেয়া হচ্ছে না এবং বাড়ির আশপাশের লোকজনকে হুমকি ধমকি দেয়া হচ্ছে।

শনিবার বিকালে ফেনীর ফলেশ্বরস্থ বাসভবনে অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি নিজেক স্ব পরিবারে অবরুদ্ধ দাবি করে নির্বাচন কমিশনের হস্তক্ষেপ কামনা করে সাংবাদিক সম্মেলনে তিনি এ অভিযোগগুলো করেন।

লিখিত অভিযোগে তিনি আরো বলেন, শনিবার সকালে তার বাড়িতে আসার পথে ফরহাদ নগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বেলায়েত হোসেন বাচ্চু, কাজীরবাগ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শামছুল হক, শর্শদী ইউনিয়নের ছাত্রদল নেতা তারেক ইকবাল মনি, মো. ইয়াছিন, শাহাদাত হোসেন ও ফতেহপুরের এক বয়োবৃদ্ধ কে মারধর করে সশস্ত্র সন্ত্রাসীরা নির্মম নির্যাতন চালিয়ে পুলিশে সোপর্দ করেছে। এছাড়া তার বাড়িতে আগত নেতাকর্মীদের পকেটে থাকা টাকা, হাতঘড়ি ও মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে যাচ্ছে। সন্ত্রাসিদের হাত থেকে এলাকার দিনমজুরেরাও রেহাই পাচ্ছেনা। এসব হামলা নির্যাতনে নেতৃত্ব দিচ্ছেন, বিরিঞ্চির মফিজুর রহমানের ছেলে মীর জাফর আবুল কালাম, জাহিদুল আলম, আজম খান সজিব, আরাফাত, সাদ্দাম, আবদুল হালিম, রফিকুল ইসলাম রুবেল, আবদুল করিম, সুমন, সোনাপুর গ্রামের গণি সহ প্রায় তিনশতাধিক সন্ত্রাসী।

তিনি এসব বিষয়ে বর্তমান সাংসদ নিজাম উদ্দিন হাজারী, জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যদের জানিয়েও কোন প্রতীকার পাননি বলেও অভিযোগ করেন ।

তিনি দৃঢ় কন্ঠে বলেন, আমি একজন মুক্তিযোদ্ধা, কোন প্রকার ভয়-ভীতিকে পরোয়া করিনা। আমাকে জানে মেরে ফেললেও আমি নির্বাচন থেকে সরে যাবো না।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!