শহর প্রতিনিধিঃ ফেনীতে দেড় কোটি টাকা মূল্যের ২৯ হাজার ইয়াবাসহ মোটরসাইকেল আরোহী দুই ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। বৃহস্পতিবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রামপুর র্যাব ক্যাম্পের সামনে থেকে তাদের আটক করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় দুই মোটরসাইকেল আরোহীকে থামিয়ে তাদের তল্লাশী করে র্যাব।এসময় ট্যাংকের ভেতর বিশেষ কায়দায় রাখা ইয়াবার একটি প্যাকেট উদ্ধার করে র্যাব সদস্যরা। পরে আল আমিন (১৯) ও মো. মাহমুদুর রহমান মুন্না (২০) নামের দুই আরোহীকে আটক করা হয়। আটককৃত আল আমীন দিনাজপুর জেলার নবাব গঞ্জ উপজেলার বজলুখরিনা এলাকার আহরত আলী ও মাহবুবুর রহমান মুন্না জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার বহিডুবা এলাকার মো. হারুনুর রশিদের ছেলে।
র্যাব আরো জানায়, গ্রফতারকৃত আসামীরা দীর্ঘদিন যাবত উক্ত মোটর সাইকেলটির মাধ্যমে বিভিন্ন কৌশলে চট্টগ্রাম থেকে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে জয়পুরহাট, দিনাজপুরসহ দেশের বিভিন্ন অঞ্চলে পাচার করে আসছে। জব্দকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১ কোটি ৪৫ লাখ টাকা বলেও র্যাব জানায়।
ফেনীস্থ র্যাব-৭ এর ক্যাম্প কমান্ডার স্কোয়াড্রন লিডার শাফায়াত জামিল ফাহিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে থাকায় হস্তান্তর করা হয়েছে।