সদর প্রতিনিধি: ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে সোমবার বিকালে গোবিন্দপুর উচ্ছ বিদ্যালয় মাঠে নৌকা প্রতীকের সমর্থনে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ফেনী-২ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি।জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শহীদ খোন্দকারের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান বি.কম, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জাহান আরা বেগম সুরমা এমপি, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি করিম উল্যাহ বি.কম, সোনাগাজীা উপজেলা পরিষদের চেয়ারম্যান জেড. এম কামরুল আনাম, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল। স্বাগত বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান দিদারুল ইসলাম। এসময় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সদস্য মো. নূর নবী ভূঁইয়া রাজু ও সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পিনু আক্তার।