ফেনী
বৃহস্পতিবার, ২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, বিকাল ৩:২৭
, ৩০শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
শিরোনাম:

ফেনীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ ২ জন আটক

স্টাফ রিপোর্টার: ফেনীতে ১১ হাজার ৬ শ ৪০ পিস ইয়াবাসহ মনির হোসেন (৩২) ও ইসমাইল হোসেন (৩০) নামের দুই ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। মঙ্গলবার সকালে মহিপাল এলাকার রেঙ্গুনী সুইটস এন্ড বিরিয়ানী হাউজের সামনে থেকে তাদের আটক করা হয়। মনির শরিয়ত পুর জেলার নডিয়া থানাধীন রাজনগর গ্রামের মৃত জামাল খান ও ইসমাঈল ঢাকা ওয়ারী এলাকার ভূতের গলি রোডের ইদ্রিস আলীর ছেলে।
র‌্যাব সূত্র জানান, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী চট্টগ্রাম হতে একটি ট্রাক যোগে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট নিয়ে ঢাকার দিকে যাচ্ছে। উক্ত সংবাদের ভিত্তিতে ওই সময়  র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের স্কোয়াড্রন লীডার শাফায়াত জামিল ফাহিম পিপিএম এর নেতৃত্বে র‌্যাবের একটি দল মহিপাল এলাকার রেঙ্গুনী সুইটস এন্ড বিরিয়ানী হাউজের সামনে মহাসড়কে একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করে। এ সময় চট্টগ্রাম হতে ঢাকাগামী একটি ট্রাকের গতিবিধি সন্দেহজনক মনে হলে র‌্যাব সদস্যরা ট্রাকটিকে থামানোর সংকেত দিলে আসামী ট্রাকটি না থামিয়ে দ্রুত গতিতে র‌্যাবের চেকপোস্ট অতিক্রম করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তাৎক্ষনিক র‌্যাব সদস্যরা ধাওয়া করে ট্রাকটি আটক করে ইয়াবা ব্যবসায়ী মনির হোসেন ও মোঃ ইসমাঈল হোসেনকে  আটক করে। এ সময় আটককৃতদের  দেয়া তথ্য মতে ট্রাক চালকের সিটের নিচে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ১১ হাজার ৬ শ ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। পরে  ইয়াবা পাচারের কাজে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য ৫৮ লক্ষ ২০ হাজার টাকা। র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের স্কোয়াড্রন লীডার শাফায়াত জামিল ফাহিম পিপিএম জানান, আটককৃত আসামি ও উদ্ধারকৃত মালামালসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!