সদর প্রতিনিধি: ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।নির্বাচনকে ঘিরে ফেনী-২ আসনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দলীয় মনোনীত প্রার্থী নিজাম উদ্দিন হাজারী এমপির নৌকার সমর্থনে নির্বাচনী প্রচারণা অব্যাহত রয়েছে।
এর অংশ হিসেবে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীলের উদ্যোগে নিজাম হাজারীর নৌকার সমর্থনে ফেনী সদর উপজেলার বালিগাঁওয়ে সাইকেল র্যালী অনুষ্ঠিত হয়।
শুক্রবার বিকালে ইউনিয়নের বালিগাঁও উচ্চ বিদ্যালয় মাঠ থেকে র্যালীটি শুরু হয়ে ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সুন্দরপুর এসে শেষ হয়।এতে নেতৃত্ব দেন জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি জিয়া উদ্দিন বাবলু। ২ শ ৫০ টি সাইকেল যোগে তরুণ ভোটাররা র্যালীতে অংশ নেয়।ব্যতিক্রমী এই আয়োজন ইউনিয়ন জুড়ে ব্যাপক সাড়া পেয়েছে।