ফেনী
বৃহস্পতিবার, ২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, সকাল ১০:২০
, ৩০শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
শিরোনাম:

বোগদাদিয়ায় বৈদ্যুতিক শর্টসার্কিটে ৮ দোকান পুড়ে ছাই

সদর প্রতিনিধি: ফেনী সদর উপজেলার বোগদাদিয়া বাজারে বৈদ্যুতিক শর্টসার্কিটে ৮ দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার গভীর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন বাজারে এই ঘটনা ঘটে। এতে প্রায় ১৫ লাখ টাকার সম্পদের ক্ষতি হয়ে বলে ভূক্তভোগিদের দাবি।

সূত্র জানায়, ওই সময় বোগদাদিয়া বাজারের দক্ষিণ মাথায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটে। দ্রুত আগুনের শিখা ছড়িয়ে পড়লে মা ফার্নিচার, ব্যতিক্রম কুলিং কর্নার, টুইংকেল ডেকোরেটর, শাহ স্টোর, বোগদাদিয়া মসলা ঘর ও রাজু টেলিকমসহ ৮ দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ১৫ লাখ টাকার সম্পদের ক্ষতি হয়েছে ব্যবসায়ীরা দাবি করেন।
ফেনী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. কবির হোসেন জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে চা দোকানের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!