ফেনী
বৃহস্পতিবার, ২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, সকাল ১০:২০
, ৩০শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
শিরোনাম:

রামপুরে চার তরুণীকে গণধর্ষণের ঘটনায় আরেক সহযোগী গ্রেফতার

স্টাফ রিপোর্টার: ফেনী শহরের রামপুরে একটি বাসায় চার তরুণীকে আটকে রেখে গণধর্ষণের ঘটনায় ছোটন (৩৮) নামে আরো এক সহযোগীকে বৃহস্পতিবার গ্রেফতার করেছে পুলিশ। এদিকে ফেনীর বিচারিক হাকিম দেলোয়ার হোসেনের আদালতে গ্রেফতারকৃত অপর আসামী মো. ওমায়েরের (১৯) বিরুদ্ধে দশ দিনের রিমান্ড চাওয়া হলে আদালত তার বিরুদ্ধে তিন দিনের রিমান্ড মঞ্জুর করে।
সূত্র জানায়, রামপুর এলাকায় একটি বাসায় দীর্ঘ ছয় মাস ধরে চার তরুণীকে বিভিন্ন স্থান থেকে এনে আটকে রেখে আসামী নিজে ও তার সহযোগীদের সাথে জোরপূর্বক যৌন সম্পর্ক করতে বাধ্য করান। এ ঘটনায় গত সোমবার এক তরুণী বাদী হয়ে কাওসার বিন কাসেমসহ (৩৩) অজ্ঞাতনামা কয়েকজনকে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ফেনী সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেছে। এরপর পুলিশ অভিযান চালিয়ে ওই এলাকা থেকে মো. ওমায়ের (১৯) ও আরিফুল ইসলাম প্রকাশ আরমান (৩৩) নামে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে বৃহস্পতিবার ঘটনার মূল হোতার অপর সহযোগী মো. ছোটন নামে আরেক সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ।
মামলা তদন্ত কর্মকর্তা ফেনী শহর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. শাহজাহান আরেক সহযোগী ছোটনকে গ্রেফতারের সত্যতা স্বীকার করে বলেন, গ্রেফতারকৃত অপর আসামী ওমায়েরের তিন দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।
এর আগে গত সোমবার দুপুরে ফেনী সদর হাসপাতালে চার তরুণীর শারীরিক পরীক্ষা শেষে ‘২২ ধারায়’ জবানবন্দি রেকর্ড করার জন্য তাদের ফেনীর বিচারিক হাকিমের আদালতে হাজির করা হয়। এ সময় আদালতের বিচারককে তাদের ওপর চালানো অমানসিক নির্যাতনের বর্ণনা দেন তারা।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!