ফেনীতে গ্রাহকের ৫ কোটি ৫৭ লাখ ৪০ হাজার টাকা আত্মসাতের ঘটনায় ঢাকা ব্যাংক ফেনী শাখার প্রিন্সিপাল অফিসার (ক্রেডিট) গোলাম সাঈদ রাশেব (৩৫) ও ক্যাশ অফিসার আবদুস সামাদ (৩২) এর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার রাতে ফেনী মডেল থানায় বাদি হয়ে এই মামলা দায়ের করেন ব্যাংকটির শাখা ব্যবস্থাপক আখতার হোসাইন সরকার। তবে এ ঘটনায় অভিযুক্ত গোলাম সাঈদ রাশেব ওইদিন বিকালে ব্যাংকটির প্রধান কার্যালয়ে হাজির হয়ে আত্মসমার্পন করেছে বলে সত্যতা নিশ্চিত করেন ফেনী শাখা ব্যবস্থাপক।
এব্যাপারে ফেনী মডেল থানার ওসি আবুল কালাম আজাদ মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে জানান, যেহেতু মামলাটি দুদকের সাথে সম্পৃক্ত । তাই তারা এটি তদন্ত করবেন। উনারা চাইলে পুলিশ আসামী গ্রেফতারসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রসঙ্গত; ১২ মার্চ গ্রাহকের কোটি কোটি টাকা আত্মসাতের ঘটনা জানাজানি হলে ব্যাংকের শাখা ব্যবস্থাপক আখতার হোসাইন সরকার উর্ধ্বতনদের লিখিতভাবে বিষয়টি অবগত করেন। পরদিন সকাল সাড়ে দশটার পর ব্যাংক কর্মকতা সাঈদ অফিসে এসে বাহিরে গিয়ে উধাও হয়ে যান। বিষয়টি টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়। এর পর থেকে ক্ষতিগ্রস্থ গ্রাহকরা প্রতিদিন ব্যাংকটির সামনে ভীড় জমায়।