রবিবার অনুষ্ঠিত ফেনী সদর উপজেলা পরিষদ নির্বাচনে জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহমান বিকমের সাথে পরাজিত স্বতন্ত্র প্রার্থী জেলা যুবলীগের সাবেক সভাপতি এম আজহারুল হক আরজুকে গ্রেফতার করেছে পুলিশ। ওই রাতে সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের নিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ফেনী মডেল থানার ওসি আবুল কালাম আজাদ গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, আরজুর বিরুদ্ধে ৮ টি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে।তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে পুলিশ।