ফেনীতে নিখোঁজের সাতদিন পর আরাফাত হোসেন শুভ (১৩) নামের এক স্কুল ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার গভীর রাতে সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের তেমুহনি বাজার সংলগ্ন মাথিয়ারা এলাকার একটি ডোবা থেকে এই শিক্ষার্থীর গলিত লাশ উদ্ধার করা হয়। সে স্থানীয় মাদার কেয়ার ইন্টারন্যাশনাল স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র। এ ঘটনায় সহপাঠিসহ তিনজনকে আটক করেছে পুলিশ। শুভ পাশ্ববর্তী কাশিমপুর গ্রামের সৌদি আরব প্রবাসী ইমাম হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গত ৩১ মার্চ বিকালে সাইকেল যোগে বাজারে গিয়ে নিখোঁজ হয় শুভ। অনেক খোঁজাখুঁজির পরও তাকে না পেয়ে স্বজনরা ফেনী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরে শনিবার রাতে তেমুহনি বাজারের মাথিয়ারার একটি দোকানে তার বাইসাইকেলটি দেখতে পেয়ে আশপাশে খোঁজা খুঁজি করার পর দোকানের পেছনের একটি ডোবায় তার গলিত লাশ দেখতে পেয়ে তা উদ্ধার করে পুলিশ। ময়না তদন্তের জন্য মরদেহ ফেনী সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহতের মা খাদিজা বেগম বলেন, ওই দিন সাইকেল নিয়ে বের হয়ে যাওয়ার সময় ছেলে (শুভ) পিঠা বানাতে বলে। পিঠা বানিয়ে বসে থাকলেও শুভ আর ফিরে আসেনি। তিনি খুনিদের দৃষ্টান্তমূলক বিচার দাবী করেন।
ফেনী মডেল থানার ওসি (তদন্ত) মো. সাজেদুল ইসলাম বলেন, নিখোঁজের ঘটনায় পুলিশ সন্দেহভাজন একজনকে আটক করে। পরে আটক ব্যক্তির তথ্যমতে শনিবার রাতে অভিযান চালিয়ে পুলিশ ওইস্থান থেকে শুভর লাশ উদ্ধার করে। ঘটনার সাথে জড়িত সন্দেহে আরো দুইজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ফেনী মডেল থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এই ঘটনায় জড়িক সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে। তবে তদন্তের সার্থে তাদের নাম পরিচয় না বলে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।