নুসরাত জাহান রাফি হত্যা মামলার অন্যতম পরিকল্পনাকারী মহি উদ্দিন শাকিলকে (১৯) আটক করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।বৃহস্পতিবার বিকালে ফেনী শহরের উকিল পাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। শাকিল সোনাগাজী উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের উত্তর চরচান্দিয়া গ্রামের রুহুল আমিনের ছেলে।
১৪ এপ্রিল আদালতে আসামী নুর উদ্দিন ও শাহাদাত হোসেন শামিম স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। জবানবন্দিতে রাফি হত্যাকান্ডের সময় মাদ্রাসার গেইট পাহারা ও হত্যার পরিকল্পনায় শাকিল অংশ নিয়েছে বলে জানিয়েছেন তারা।
গত ২৭ মার্চ অধ্যক্ষ সিরাজ উদদৌলা নিজ কক্ষে ডেকে নুসরাত জাহান রাফিকে যৌন হয়রানির চেষ্টা চালায়। এ ঘটনায় রাফির পরিবার সিরাজকে আসামী করে থানায় মামলা দায়ের করেন। এ ঘটনায় সিরাজ কারাগারে থাকাকালীন তার অনুসারীরা মামলা তুলে নিতে রাফির পরিবারকে হুমকি দেন।
৬ এপ্রিল সকালে মাদ্রাসার ছাদে ঢেকে নিয়ে রাফির গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় মুখোশধারীরা। টানা পাঁচ দিন মৃত্যুর সাথে পাঞ্জালড়ে ১০ এপ্রিল বুধবার রাত নয়টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মারা যান অগ্নিদগ্ধ নুসরাত জাহান রাফি।
এ মামলায় এজাহারভুক্ত ৮ আসামীসহ মোট ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ১৮ জনের বিভিন্ন মেয়াদে রিমান্ড হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের মধ্যে নুর উদ্দিন, শাহাদাত হোসেন শামীম, আবদুর রহিম শরিফ, হাফেজ আবদুল কাদের, উম্মে সুলতানা পপি, কামরুন্নাহার মনি, জাবেদ হোসেন ও জোবায়ের আহাম্মদ আদালতে ১৬৪ ধারায় জবানবন্দী দিয়েছেন। তাঁরা ৮ জনই রাফি হত্যাকান্ডে সরাসরি সম্পৃক্ত থাকার কথা স্বীকার করে চঞ্চল্যকর তথ্য প্রদান করেছে।