সদর উপজেলার বালিগাঁও ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ড উপ- নির্বাচনে একক প্রার্থী হয়ে মো: হানিফ জয়ের পথে রয়েছেন।রোববার মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে একক প্রার্থী হয়ে জেলা যুবলীগের সহ-সম্পাদক মো: হানিফ দলীয় নেতাদের নিয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা আফরোজা পারভীনের কাছে মনোনয়নপত্র জমা দেন। এ সময় জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল মান্নান ও মধুয়াই উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো: আবুল হাসান উপস্থিত ছিলেন।
এর আগে সদর উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে আগামী ২৫ জুলাই ওই ওয়ার্ডে উপ-নির্বাচনের দিনক্ষন ঘোষনা করা হয়।কিন্ত একক প্রার্থী হওয়ায় ২৫ জুলাই ভোট গ্রহন হচ্ছে না।
প্রসঙ্গত; ঈদুল ফিতরের দিন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কামাল উদ্দিন মেম্বার ইন্তেকাল করেছেন।