ফেনী
বৃহস্পতিবার, ৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৭:০৮
, ১৮ই রজব, ১৪৪৭ হিজরি

জাতির উদ্দেশে ভাষণে প্রধান উপদেষ্টা

প্রথমবার দেশে গুমের মতো অপরাধের বিচার শুরু হয়েছে

অন্তর্বর্তী সরকারের প্রধান ড. ইউনূস বলেছেন, অন্তর্বর্তী সরকার প্রথমবারের মতো দেশে গুমের মতো অপরাধের বিচার শুরু করেছে। আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বেলা আড়াইটায় শুরু হওয়া জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এ কথা বলেন তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, বেশ কিছু সংস্কারের কাজ চলছে, ভবিষ্যতের রাষ্ট্র গঠনে এসব সংস্কার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ইতোমধ্যে ৩০টি সংস্কার প্রস্তাবে ঐকমত্য পোষণ করেছে রাজনৈতিক দলগুলো। এটি একটি ঐতিহাসিক অর্জন।

ড. ইউনূস বলেন, জুলাই সনদ বাস্তবায়নে গণভোট এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন একই দিনে অনুষ্ঠিত হবে। পিআর (আনুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতিতে গঠিত হবে সংসদের উচ্চকক্ষ।

জুলাই সনদকে মূল দলিল হিসেবে ধরে অন্তর্বর্তী সরকার কাজ করছে এবং ইতোমধ্যে জুলাই সনদ গেজেট আকারে প্রকাশের পর্যায়ে রয়েছে বলেও জানান প্রধান উপদেষ্টা।

প্রধান উপদেষ্টা আরও বলেন, ৫টি বিষয়ে গণভোট অনুষ্ঠিত হবে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!