ফেনী
শুক্রবার, ২৪শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ভোর ৫:১৮
, ১লা জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম:

ফতেহপুর রেলওয়ে ওভারপাসের আরেকটি লেন উম্মুক্ত

সদর প্রতিনিধি: যানজট নিরসনে ফেনীর ফতেহপুরে নির্মানাধীন রেলওয়ে ওভারপাসের ঢাকামুখী আরও একটি লেন খুলে দেওয়া হয়েছে। রবিবার বিকাল সাড়ে চারটার দিকে অনানুষ্ঠানিকভাবে এটি খুলে দেওয়া হয়। এ নিয়ে মহাসড়কের চারলেন ওভারপাসের দুইটি লেন চালু হলো। ফলে ওভারপাসের দুই লেনসহ অ্যাপ্রোচ সড়ক দিয়ে নির্বিঘ্নে যান চলাচল করায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর অংশে যানজট অনেকাংশে লাগব হয়েছে। ফেনী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জাহিদুর রহমান এই তথ্য নিশ্চিত করে বলেন, “এর আগে ১৫ মে অপর লেনটি খুলে দেওয়া হয়েছিল। ফতেহপুর রেল ওভারপাসটি নির্মাণজনিত কারণে মহাসড়কের ফেনীর অংশে কিছু দিন ভয়াবহ যানজট সৃষ্টি হয়েছিল। এই পরিস্থিতি নিরসনের জন্য নির্মাণকারী প্রতিষ্ঠান ও বাংলাদেশ সেনাবাহিনী নির্ধারিত সময়ের আগে ঢাকামুখী অংশের নির্মাণ কাজ সম্পন্ন করে। চট্টগ্রাম অভিমুখী অপরাংশের কাজও দ্রুত এগিয়ে চলছে।”

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!