ফেনী জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন রিয়াদ পাটোয়ারীর উদ্যোগে অসহায় ও দুঃস্থ ৫ ব্যক্তির চোখের আলো ফেরাতে বিনামূল্যে ছানি অপারেশন করা হয়েছে।সামাজিক সংগঠন সাঁকো ফেনীর আয়োজনে শনিবার সকালে শহরের আল আহাদ চক্ষু হাসপাতালে এ আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল। বিশেষ অতিথি ছিলেন ডা. আব্দুল্লাহ ইবনে মাসুদ, ব্যবসায়ী শাহরিয়ার হোসেন, ব্যবসায়ী আরিফ মাহমুদ, আল আহাদ চক্ষু হাসপাতালের পরিচালক জাকারিয়া হাসনাত ও ফেনী পৌর ছাত্রদলের সদস্য সচিব ইব্রাহিম হোসেন পাটোয়ারী ইবু রিয়াদ পাটোয়ারী।
আয়োজকরা জানান, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে মানবসেবার এই ধারাবাহিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



