ফেনী
মঙ্গলবার, ২১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ৪:৩৪
, ২৮শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

লেমুয়ায় সমন্বয়ক পরিচয়ে রাতের আঁধারে বাড়িতে তল্লাশি, ৫ যুবককে ধরে পুলিশে দিল এলাকাবাসী

224 166 171 224 167 135 224 166 168 224 167 128 224 166 161 224 167 135 224 166 135 224 166 178 224 166 191 224 166 168 224 166 191 224 166 137 224 166 156 44 32 224 166 171 224 167 135 224 166 168 224 167 128 224 166 159 224 166 170 224 166 168 224 166 191 224 166 137 224 166 156 44 32 224 166 171 224 167 135 224 166 168 224 167 128 224 166 168 224 166 191 224 166 137 224 166 156 224 166 134 224 166 170 224 166 161 224 167 135 224 166 159 44 32 224 166 171 224 167 135 224 166 168 224 167 128 224 166 168 22

ফেনীতে রাতের আঁধারে সমন্বয়ক পরিচয়ে বাড়িতে ঢুকে তল্লাশি করার অভিযোগে পাঁচ যুবককে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।সোমবার রাতে ফেনী সদর উপজেলার লেমুয়া ইউনিয়নের দক্ষিণ চাঁদপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন,সদর উপজেলার ফাজিলপুর এলাকার শাহরিয়ার ইসলাম আলভি, ফেনী পৌরসভার বারাহীপুর ভূঁইয়া বাড়ির এনামুল হক বাবু, শান্তিধারা এলাকার আবদুল্লাহ আল ওহি, ডাক্তারপাড়া এলাকার জিহাদ হাসান প্রান্ত ও চাড়িপুর এলাকার শাহাদাত হোসেন।

এলাকাবাসী সুত্র জানান, দক্ষিণ চাঁদপুর গ্রামের বাসিন্দা মমিন ভূঞা আওয়ামী লীগের একজন সমর্থক।ঢাকায় ব্যবসা করেন তিনি।তবে দলীয় কোনো পদ-পদবি বা মামলার আসামির তালিকায় তাঁর নাম নেই। গত শুক্রবার একটি বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে বাড়ি আসেন তিনি।পরে অনুষ্ঠান শেষে আবার ঢাকায় ফিরে যান মমিন ভুইয়া। সোমবার রাতে ছাত্র সমন্বয়ক পরিচয় দিয়ে পাঁচজন যুবক মমিনের বাড়িতে ঢুকে তল্লাশি শুরু করেন।এ সময় ঘরে থাকা নারী ও শিশুরা আতঙ্কিত হয়ে পড়েন।এক পর্যায়ে গ্রামবাসী এগিয়ে এসে ঘটনাস্থল থেকে তাদের আটক করে পুলিশে সোপর্দ করেন।

দক্ষিণ চাঁদপুর গ্রামের সমাজ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আলী মনছুর সুমন বলেন, ‘মমিন ভূঞা আমাদের সমাজ কমিটির সভাপতি। তাঁর বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তারের কথা বলে সমন্বয়ক পরিচয়ে এখানে এসে চাঁদাবাজির চেষ্টা করা হয়েছে।শুরুতে পরিবারের সদস্যরা দরজা খুলতে না চাইলে তাঁরা সেনাবাহিনীর লোকজন নিয়ে এসেছেন বলে দরজা খুলতে বাধ্য করেন।’  

এ বিষয়ে ফেনী মডেল থানাধীন বোগদাদিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পরিদর্শক) মিজানুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় নিয়ে আসে। তাদের সঙ্গে কথা বলে বিস্তারিত জানার চেষ্টা করা হয়।পরবর্তীতে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!