ফেনী থেকে প্রকাশিত দৈনিক স্টার লাইনের ২ জুন সংখ্যাসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘ফেনীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পুলিশ কোয়ার্টারে ভবন নির্মাণ’র অভিযোগ, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক লাঞ্ছিত “শিরোনামে প্রকাশিত সংবাদ আমার দৃষ্টি গোচর হয়েছে। একপেশে, ভিত্তিহীন, মনগড়া ও উদ্দেশ্যমূলক প্রকাশিত সংবাদের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
প্রকৃত ও সঠিক বিষয় হচ্ছে, ফেনী শহরের রামপুর (পুলিশ কোয়ার্টার) এলাকার হাজী ছন্দু মিয়ার বাড়ীর আছলাম মিয়ার সন্তান হিসেবে মৌরশ সম্পত্তির ভিত্তিতে মালিক হয়ে রামপুর মৌজার বি.এস ৯৪১ নং খতিয়ানের এস.এ ২০৮ দাগ, বি এস ৭৭৮৫ দাগে বাড়ী ৯.৭৫ শতাংশ ভূমিতে দীর্ঘ ১শ বছরের অধিক সময় যাবৎ শান্তিপূর্ণভাবে ভোগ দখল করে আসছি। উক্ত ৯.৭৫ শতাংশ ভূমি আন্দরে ০৬ শতাংশ ভূমিতে বহুতল ভবন নির্মাণের উদ্দেশ্যে আমরা পৌরসভা হতে বিল্ডিং প্ল্যান অনুমোদন নিয়ে গৃহ নির্মাণ কাজের উদ্দেশ্যে ফাইলিং আরম্ভ করে কাজ প্রায় শেষ অবস্থায় পৌঁছালে পশ্চিম ডাক্তারপাড়ার মনির উদ্দিনের ছেলে আজিজ আল ফয়সাল প্রকাশ ঝন্টু আমাদের ভবন নির্মাণ কাজে বাঁধা প্রদান করে। পরবর্তীতে গত ২৮ মে ফয়সাল প্রকাশ ঝন্টুর পিতা মনির উদ্দিন বাদী হয়ে আমাদের বিরুদ্ধে আদালতে মামলা (৪৪৫/২৫) দায়ের করে। উক্ত বিরোধ বিষয়ে আপোষের কথা বলে ইতিপূর্বে কয়েকবার তারিখ দিয়েও দাবিকৃত আধা শংতাশ জায়গার মালিকানার কাগজপত্র নিয়ে আজিজ আল ফয়সাল প্রকাশ ঝন্টু বৈঠকে বসেনি। সম্প্রতি ফেনী মডেল থানায় উক্ত বিষয়ে আপোষের জন্য বৈঠকের কয়েকটি তারিখ দিয়েও মনির উদ্দিনের ছেলে ফয়সাল নানা অজুহাতে উপস্থিত হয়নি। উল্টো আমাদেরকে হয়রানি করার উদ্দেশ্যে মিথ্যা মামলা দায়েরের পাশাপাশি বিগত ৩১ মে সকালে আজিজ আল ফয়সাল প্রকাশ ঝন্টু (৩৪) আমার ভাই নুরুল আবছারকে খুন করে লাশ গুম করার হুমকি প্রদান করে। এঘটনায় আমার ভাই নুরুল আবছার বাদী হয়ে ফেনী মডেল থানায় আজিজ আল ফয়সাল প্রকাশ ঝন্টুর বিরুদ্ধে ৩১মে সাধারণ ডায়েরী (জিডি নং-২৪৩২) করেন।
১জুন রবিবার কয়েকজন যুবক ঘটনাস্থলে এসে নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে মোবাইল দিয়ে আমাদের বাড়ীর ভবন নির্মাণ কাজের আগের ফাইলিং এর ছবি ভিডিও রেকর্ড করার সময় আমরা তাদেরকে সহযোগিতার ও সত্য ঘটনা জানানোর উদ্দেশ্যে জায়গার মালিকানার কাগজপত্র দেখাই। তখন তাদেরকে কাগজপত্র দেখিয়ে সব কিছু বুঝিয়ে দেওয়ার পরে তারা হাসিমুখে সুন্দরের মাধ্যমে ঘটনাস্থল ত্যাগ করেন। যাহার সিসি টিভির ফুটেজ আমাদের নিকট সংরক্ষিত রয়েছে। অথচ আজিজ আল ফয়সাল প্রকাশ ঝন্টু অসৎ উদ্দেশ্যে আমাদের বিরুদ্ধে মনগড়া ভিত্তিহীন সংবাদ সাজিয়ে দৈনিক স্টারলাইন সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যেমে অপপ্রচার চালিয়ে ‘গোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে’।
বার্তা প্রেরক
মাহবুবুল হক
পিতা: মৃত আছলাম মিয়া
সাং- রামপুর (পুলিশ কোয়ার্টার)
বাড়ী : ছন্দু মিয়ার বাড়ী
তারিখ : ০২/০৬/২০২৫ইং



