ফেনী সদর উপজেলার ফরহাদ নগর ওমরিয়া ফারুকিয়া দাখিল মাদ্রাসার সুপার মরহুম মাওলানা ফজলুল করিম কালামের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার সকালে মাদ্রাসা হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আফতাব উদ্দিন হাজারী।
এসময় বক্তব্য রাখেন মাদ্রাসা পরিচালনা কমিটির বিদ্যোৎসাহী সদস্য আবুল বশর,জাতীয় দৈনিক সময়ের আলো পত্রিকার ফেনী জেলা প্রতিনিধি ও অনলাইন নিউজ পোর্টাল ফেনীর কথার সম্পাদক প্রকাশক মাঈন উদ্দিন পাটোয়ারী, ভোর বাজার পরিচালনা কমিটির সভাপতি শামছুল হুদা দুলাল (মেম্বার) ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম,মাস্টার রসুল আহম্মদ,মাদ্রাসা পরিচালনা কমিটির অভিভাবক সদস্য ডাঃ জসিম উদ্দিন,শিক্ষক প্রতিনিধি কবির আহম্মদ,বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য সাহাব উদ্দিন ও মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা মফিজুল হক।
অনুষ্ঠান সঞ্চালনা করেন মাদ্রাসার ইবতেদায়ী প্রধান মাওলানা একরামুল হক।

এসময় মাদ্রাসা পরিচালনা কমিটির অভিভাবক সদস্য মোহাম্মদ ইমরান,মিজানুর রহমান,ওমর ফারুক ও,রেহানা আক্তার,স্থানীয় সাবেক ইউপি সদস্য আব্দুল গোফরানসহ এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ,শিক্ষক-শিক্ষার্থী অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন,অত্র অঞ্চলের শিক্ষার্থীদের দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলা ও ইসলামের সুমহান বানী প্রচারের উদ্দেশ্যে মাওলানা শামছুল হক ফারুকিয়া দাখিল মাদ্রাসাটি প্রতিষ্ঠা করে আমৃত্যু মাদ্রাসার খেদমতে কাজ করেছিলেন।তারই সুযোগ্য সন্তান মাওলানা ফজলুল করিম কালাম প্রথমে মাদ্রাসার সহ-সুপার ও পরবর্তীতে সুপার পদে দায়িত্ব পালন করে আসছিলেন।৮ অক্টোবর সকালে গুরুতর অসুস্থ হয়ে পড়লেও মাদ্রাসায় যোগদান করেন তিনি।এছাড়া মাদ্রাসার কল্যাণে রাত-দিন এবং কোরবানের ঈদের দিনেও অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমৃত্যু কাজ করেছেন মাওলানা ফজলুল করিম কালাম।তার মৃত্যুতে মাদ্রাসার অপূরণীয় ক্ষতি হয়,যা কখনো পুরণ হবেনা বলেও মন্তব্য করেন বক্তারা ।



