ফেনী সদর উপজেলার ফরহাদ নগর ইউনিয়নের ভোরবাজার পরিচালনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ব্যবসায়ীদের ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়।নির্বাচনে সভাপতি পদে শামসুল হুদা দুলাল (মেম্বার),সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ও কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম জয়লাভ করেন।
ভোরবাজার নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান বেলায়েত হোসেন বাচ্চু জানান,অত্যন্ত সুন্দর পরিবেশে গনতান্ত্রিক প্রক্রিয়ায় ব্যবসায়ীদের নেতৃত্ব নির্বাচনের জন্য ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে সভাপতি পদে শামসুল হুদা দুলাল (মেম্বার) ৮৬ ভোট ও আবুল বশর ৭৬ ভোট,সাধারণ সম্পাদক পদে সাইফুল ইসলাম ১১০ ভোট ও শরিফুল ইসলাম রনি ৫৩ ভোট এবং কোষাধ্যক্ষ পদে রফিক আহম্মদ ৭৬ ভোট, মোস্তফা রনি ৪৩ ভোট ও ডা: সাঈদুল হক ৪১ ভোট প্রাপ্ত হন।প্রতিদন্দ্বি প্রার্থীদের থেকে বেশি ভোট পাওয়ায় সভাপতি পদে সভাপতি পদে শামসুল হুদা দুলাল (মেম্বার),সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ও কোষাধ্যক্ষ রফিকুল ইসলামকে বিজয়ী ঘোষণা করা হয়। ভোটার ছিলেন ১৬৯ জন।
স্থানীয় কয়েকজন ব্যবসায়ীরা জানান,সভাপতি পদে হেভিওয়েট প্রার্থী হিসেবে পরিচিত আবুল বশরকে ভোটে হারিয়ে এবার চমক দেখান শামসুল হুদা দুলাল।