বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)ফেনী শাখার উচ্চমান সহকারী হারুনুর রশীদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে।এ নিয়ে ভুক্তভোগীরা সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে অভিযোগ করেও কোন প্রতিকার না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।
জানা গেছে, প্রায় দুই বছর আগে বিআরটিএ ফেনী শাখার উচ্চমান সহকারী পদে যোগদান করেন হারুনুর রশীদ।এরপর থেকে তার নেতৃত্বে অফিসে একটি সিন্ডিকেট গঠে উঠেছ।অফিসে আসা সেবাগ্রহীতাদের কাছ থেকে ঘোষ লেনদেন ছাড়া সেবা প্রদান না করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।এছাড়া হারুনসহ সিন্ডিকেটের কাছে অসহায় মানুষদের নানাভাবে হয়রানীর শিকার হতে হয়।এসব অভিযোগে হারুনের বদলী আদেশ হলেও মোটা অঙ্কের টাকার বিনিময়ে ফেনীতে বহাল তবিয়তে থেকে জান এই কর্মকর্তা।
নাম প্রকাশে অনিচ্ছুক বিআরটিএ ফেনী শাখার এক কর্মকর্তা জানান, হারুন অফিসে প্রকাশ্যে ঘোষ লেনদেন করা ছাড়াও যথাসময়ে আসেনা।আর মাঝেমধ্যে আসলেও অফিস সময়ের আগে চলে যায়।এছাড়া অফিসে বসে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্যবহার করাসহ ফোনে এক নারীর সাথে দীর্ঘক্ষণ কথা বললেও সংশ্লিষ্ট কর্মকর্তারা দেখলেও রহস্যজনক কারণে তা এড়িয়ে যায়।
ভুক্তভোগী আবিদুর রহমান অভিযোগ করে জানান,নিয়ম মোতাবেক প্রাইভেট কারের ড্রাইবিং লাইসেন্স করার জন্য আবেদন করলেও বিআরটিএ ফেনীর কর্মকর্তা হারুনকে মোটা অংকের ঘোষ না দেয়ায় তাকে নানাভাবে হয়রানীর শিকার হতে হয়।এ নিয়ে কথা বলতে চাইলে হারুন তার উপরের মহলের লোকের হুমকি দেয়।
অভিযোগের ব্যপারে হারুন জানিয়েছেন,অনেক লোকের কাজ করতে গেলে কিছুটা এদিক সেদিক হয়।সে ব্যপারে তার কিছু করার নেই বলে তিনি জানান।