ফেনী
শনিবার, ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ৩:৪২
, ১৪ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

একরাম হত্যা মামলায় ম্যাজিষ্ট্রেটের স্বাক্ষ্যগ্রহণ

 

শহর প্রতিনিধি-ফুলগাজী উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগ সভাপতি একরামুল হক একরাম হত্যা মামলায় এক ম্যাজিষ্ট্রেট স্বাক্ষ্য দিয়েছেন। বুধবার জেলা ও দায়রা জজ মো: আমিনুল হকের আদালতে তিনি স্বাক্ষ্য গ্রহন করেন।
সূত্র জানায়, ২০১৪ সালের ২০ মে ফেনী শহরের একাডেমি এলাকায় প্রকাশ্য দিবালোকে একরামুল হক একরামকে গাড়ির গতিরোধ করে কুপিয়ে, গুলি করে হত্যার পর পুড়িয়ে ফেলা হয়। এ ঘটনায় ১০ জন স্বাক্ষী ও গ্রেফতার ২ আসামীর জবানবন্ধী গ্রহণ করেন তৎকালীন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট খায়রুল আমিন। ওই জবানবন্ধীর আলোকে তিনি আদালতে স্বাক্ষ্য প্রদান করেন। আগামী ৫ অক্টোবর ম্যাজিষ্ট্রেট জামাল উদ্দিন এবং মামলার তদন্ত কর্মকর্তা ও দাগনভূঞা থানার ওসি আবুল কালাম আজাদের স্বাক্ষ্যগ্রহনের তারিখ ধার্য্য করেন আদালত। এদিকে গতকাল বুধবার আদালতে গ্রেফতার ৮ আসামী জামিন আবেদন করলে বিচারক তা না মঞ্জুর করে কারাগারে প্রেরনের নির্দেশ দেন।
পিপি হাফেজ আহম্মদ জানান, একরাম হত্যা মামলায় ৫৯ জন সাক্ষীর মধ্যে এ পর্যন্ত ৪৯ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে।

 

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!