শহর প্রতিনিধি:ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন স্বেচ্ছাসেবী সংগঠন রোটারী ক্লাব অব ফেনী সিটির নেতৃবৃন্দ।
বুধবার সন্ধ্যায় পুলিশ সুপারের কার্যালয়ে রোটারী ক্লাব অব ফেনী সিটির সভাপতি মনোয়ার হোসেন সেন্টুর নেতৃত্বে ক্লাবের নেতৃবৃন্দ এসময় নিজাম হাজারী এমপিকে ফুলেল শুভেচ্ছা জানান।
এসময় পুলিশ সুপার এসএম জাহাঙ্গীর আলম সরকার,রোটারী পদ্মা জোনের কো-অর্ডিনেটর পিপি জালাল উদ্দিন বাবলু,সদ্য বিদায়ী সভাপতি রোটারীয়ান ইঞ্জিনিয়ার জানে আলম ভূঞা পারভেজ,রোটারী ক্লাব অব ফেনী সিটির সভাপতি ইলেক্ট ফিরোজ উদ্দিন আহাম্মেদ, সেক্রেটারী আবু নাছির,রোটার্যাক্ট ক্লাব অব ফেনী সিটির চার্টার সভাপতি শহীদ পাটোয়ারী,চার্টার সেক্রেটারী মাঈন উদ্দিন পাটোয়ারীসহ রোটারী নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।
সংক্ষিপ্ত বক্তব্য প্রদানকালে নিজাম হাজারী এমপি রোটারী ক্লাব অব ফেনী সিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে বলেন,আমার জানামতে রোটারী ক্লাব গুলো মানবতার কল্যাণে কাজ করে আসছেন।আগামিতেও এ ধারা অব্যাহত রাখার আহবান জানিয়ে সব ধরনের সহযোগীতা করে যাওয়ার আশ্বাস প্রদান করেন এমপি।
পরে রোটারী ক্লাব অব ফেনী সিটির নেতৃবৃন্দ জেলা প্রশাসক মনোজ কুমার রায় ও পুলিশ সুপার এসএম জাহাঙ্গীর আলম সরকারের সাথে সৌজন্য সাক্ষাৎ করে শুভেচ্ছা জানান।