নুর হোসেন সুমন: ফেনীতে নানা আয়োজনে বিশ্ব রেড ক্রিসেন্ট দিবস পালিত হয়েছে।এ উপলক্ষে মঙ্গলবার ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের এ্যাসেম্বলী হলে
এক আলোচনা সভা,সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যালী অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মনোজ কুমার রায়।
জেলা পরিষদ ও রেড ক্রিসেন্ট ফেনী ইউনিটের চেয়ারম্যান আজিজ আহম্মদ চৌধুরীর সভাপতিত্বে ও ইউনিটের সহকারী পরিচালক আলাউদ্দিন পাটোয়ারীর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডাঃ হাসান শাহরিয়ার কবির,সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রহমান বিকম,রেড ক্রিসেন্ট ইউনিটের সাধারন সম্পাদক সাইফুর রহমান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউনিট কার্যকরী কমিটির সদস্য লুৎফুর রহমান খোকন হাজারী,হাসিনা আক্তার নিঝুম,সিনিয়র যুব সদস্য রাসেল চৌধুরী,যুব প্রধান সাইফুদ্দিন রাসেদ,যুব উপ প্রধান-১ হাসান রাব্বি।
দিবসটিতে সেবাব্রতী নামে একটি স্মরনিকার মোড়ক উম্মোচন করেন অতিথিবৃন্দ। বিকালে সিনিয়র যুব সদস্য রাসেল চৌধুরীর পরিচালনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।



