শহর প্রতিনিধি: ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।নির্বাচনকে ঘিরে ফেনী-২ আসনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দলীয় মনোনীত প্রার্থী নিজাম উদ্দিন হাজারী এমপির নৌকার সমর্থনে নির্বাচনী প্রচারণা অব্যাহত রয়েছে।
বৃহস্পতিবার বিকালে শহরের মহিপাল চাড়িপুর কোব্বাদ আহম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে ফেনী পৌরসভার ১১,১২ ও ১৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে নিজাম হাজারীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।সভায় দলীয় নেতাকর্মী নিয়ে ব্যাপক শোডাউন করেছে পৌর ছাত্রলীগ নেতা শওকত ওসমান তুহিন।
অনুষ্টানের প্রধান অতিথি আলাউদ্দিন আহম্মেদ চৌধুরী নাসিমসহ নিজাম হাজারীর গাড়ি বহর ঘিরে নেতাকর্মীদের মিছিলের মধ্যে তুহিনের মিছিলটি ছিল চোখে পড়ার মতো।গাড়ি থেকে নেমে ভোটারদের হাত নেড়ে শুভেচ্ছা জানিয়ে ফুলের তৈরী নৌকায় চড়ে সভার মঞ্চে উঠেন নিজাম হাজারী এমপি।পরে বক্তব্য প্রদানকালে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট ভিক্ষা চান তিনি।
ছাত্রলীগ নেতা তুহিন পদ পদবীতে না থাকলেও দলীয় কর্মসূচি এবং নিজাম হাজারী এমপির নৌকার সমর্থনে দলীয় নেতাকর্মীদের নিয়ে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন বলে দলীয় সুত্র জানায়।
এ ব্যপারে ফেনী পৌর ছাত্রলীগ নেতা শওকত ওসমান তুহিন ফেনীর কথা ডটকম’কে জানান,
বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গঠনে নিজাম উদ্দিন হাজারী এমপির নেতৃত্বে থেকে তার হাতকে শক্তিশালী করতে কাজ করে আসছি।সামনেও করে যাবো।এতে দলীয় পদ পদবী মুখ্য বিষয় নয় বলে এ ছাত্রলীগ নেতা জানান।