ফেনী
শুক্রবার, ৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১:০৯
, ১০ই শাবান, ১৪৪৭ হিজরি

ফেনীতে নকল আচার কারখানায় ভ্রাম্যমান আদালতের হানাঃ দেড় লাখ টাকা অর্থদন্ড

 

 

শহর প্রতিনিধি-ফেনীতে ভোক্তা অধিকার সংরক্ষণে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছেন জেলা প্রশাসন।বৃহস্পতিবার বিকালে শহরের তাকিয়া রোডে নকল আচার কারখানায় অভিযান চালিয়ে  দুই প্রতিষ্ঠানের ১ লাখ ৩০ হাজার   টাকা অর্থদন্ড করেছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা।

সুত্র জানায়, অভিযানে অনুমোদনহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে শিশু খাদ্য আচার প্রস্তুত করায় রিহান ফুড প্রডাক্টস এর মালিক আলী মর্তুজা (৩৪) কে পঞ্চাশ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়। একই অপরাধে তাকিয়া রোডের নূর ফুড প্রোডাক্টস ম্যানেজার আবুল কালামকে (৩৮) এক লক্ষ টাকা  জরিমানা করেন আদালত।

ভুয়া নাম দিয়ে বিএস টিআই এর অনুমোদন ছাড়াই এ দুটি প্রতিষ্ঠান আচার প্রস্তুত করছে। জব্দ করা হয় নকল আচার। পরে এগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযানে পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর কৃষ্ণময় বণিক ও ব্যাটালিয়ান আনসারের সদস্যরা উপস্থিত ছিলেন

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!