বিভিন্ন দাবি আদায়ে ফেনীতে প্রায় এক ঘন্টা ধরে সড়ক ও রেলপথ অবরোধ করে রাখে ডিপ্লোমা প্রকৌশলী ও পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।ফলে সাময়িক ভাবে যানবাহন ও ট্রেন চলাচল বন্ধ থাকে।এতে করে জনভোগান্তি সৃষ্টি হয়।
বুধবার সকাল সাড়ে ১১টা থেকে ফেনী শহরের গোডাউন কোয়ার্টার এলাকায় আঞ্চলিক মহাসড়ক ও রেলপথ ব্লকেড কর্মসূচি করে শিক্ষার্থীরা।পরবর্তীতে প্রশাসনের কর্মকর্তাদের আশ্বাসে অবরোধ ছেড়ে দেয় আন্দোলনকারীরা।
এসময় বিক্ষোভকারী শিক্ষার্থীরা জানান, দেশে ৪০ লক্ষাধিক ডিপ্লোমা প্রকৌশলী ও প্রায় ৪ লাখ পলিটেকনিক শিক্ষার্থীর বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। তাদের দাবি, বিএসসি প্রকৌশল শিক্ষার্থীদের উত্থাপিত তিন দফা দাবি ভিত্তিহীন ও অযৌক্তিক। এ ধরনের দাবিতে জাতীয় কর্মক্ষেত্রে অস্থিরতা সৃষ্টি হবে এবং শিক্ষার্থী ও চাকরিজীবীদের মধ্যে অসন্তোষ বাড়বে।