ফেনী সরকারি কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানে নতুন কমিটি গঠন করার উদ্যোগ গ্রহণ করে জেলা ছাত্রদল। এর অংশ হিসেবে সোমবার সকালে ফেনী সরকারি কলেজের শিক্ষার্থীদের মাঝে ছাত্রদলের সদস্য ফরম বিতরণ করে নেতৃবৃন্দ।
এসময় প্রধান অতিথি ছিলেন ফেনী সরকারী কলেজের অধ্যক্ষ এনামুল হক খন্দকার।
ফেনী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোর্শেদ আলম মিলনের সঞ্চালনায় ও ফেনী সরকারী কলেজ আহবায়ক আবদুল হালিম মানিকের সভাপতিত্বে এসময় সংগঠনটির কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সাধারণ সম্পাদক ইমরান আলী সরকার, যুগ্ম-সাধারণ সম্পাদক র্র্যাধে শ্যাম বিশ্বাস রাজেস,ফেনী জেলা সভাপতি সালাউদ্দিন মামুন, সিনিয়র সহ-সভাপতি ফরহাদ উদ্দিন চৌধুরী মিল্লাত, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম দুলাল, সাংগঠনিক সম্পাদক জাকের হোসেন রিয়াদ, যুগ্ম-সাধারণ সম্পাদক শওকত আলী জুয়েল, মইনুল হাসান পারভেজ, রশিদ মজুমদার, আহমেদুল হক খোকন, দপ্তর সম্পাদক আরিফুল হক সুমন প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট ও আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ছাত্রদলের সদস্য ফরম বিতরণ করে নেতৃবৃন্দ।