শহর প্রতিনিধি: নবাগত জেলা প্রশাসক মো: ওহিদুজজামান কে রোটারী ক্লাব অব ফেনী সিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে রোটারী ক্লাব অব ফেনী সিটির সভাপতি মনোয়ার হোসেন সেন্টুর নেতৃত্বে শুভেচ্ছা জানালোকালে এসময় ক্লাবটির আইপিপি ইঞ্জিনিয়ার জানে আলম ভুঁইয়া পারভেজ,সেক্রেটারী আবু নাসির,চার্টার সেক্রেটারী মো:ইলিয়াছসহ রোটারী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।